artk
২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৮:১৩ পূর্বাহ্ণ

শিরোনাম

‘শব্দের ভুল ছিল, তাই বলে কি আমি রাষ্ট্রদ্রোহী?’

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৩০ ঘণ্টা, বুধবার ১৭ অক্টোবর ২০১৮


‘শব্দের ভুল ছিল, তাই বলে কি আমি রাষ্ট্রদ্রোহী?’ - জাতীয়

ভুল স্বীকার করার পরও রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, “আমি একটা কথা বলেছিলাম, কথায় শব্দের ভুল ছিল। তাই বলে কি আমি রাষ্ট্রদ্রোহী? আমিতো ভুল স্বীকার করেছি।”তা

তিনি বলেন, “রাষ্ট্র এখন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের চোখে ছানি পড়ে গেছে তাই আসল জিনিসটা দেখতে পাচ্ছি না।”

বুধবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘মুভমেন্ট ফর জাস্টিস’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক ছাত্রদল নেতা সানাউল হক নীরু। ১২ দফা লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই। একটি ইতিবাচক গণতান্ত্রিক ও সুস্থধারার রাজনীতির চর্চা চাই।”

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলছি, কিন্তু গণতন্ত্রহীন হয়ে পড়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শুধু সংখ্যা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। জনগণের সামনে উপস্থিত হতে হবে। বিভিন্ন দলের জনগণের সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু আজ সরকারবিরোধী পক্ষকে কথা বলতে দিচ্ছে না।”

তিনি গণতন্ত্র ও শান্তির বাংলাদেশের জন্য সবাইকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “আজকে যেটা হচ্ছে এটা ভয়াবহ। মুক্তিযুদ্ধের চেতনায় যে শাসনতন্ত্র এটা নির্বাসনে দেয়া হয়েছে, বাস্তবে এটা প্রয়োগ করা হবে না।”

তিনি বলেন, “অন্ধ রাজনীতি করতে গিয়ে আমরা আজকে বিভক্ত হয়ে গেছি। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে। কিন্তু ভোট ও নির্বাচন সবার। ”

অনুষ্ঠানে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আবম মোস্তফা আমিন, সাবেক ছাত্র নেতা এনামুল হক শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, সাংবাদিক রিতা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত