artk
২৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৩ নভেম্বর ২০১৮, ৯:১৪ পূর্বাহ্ণ

শিরোনাম

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১১৭ ঘণ্টা, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১১৮ ঘণ্টা, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮


মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন - বিদেশ

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন।

নন-হজকিন্স লিম্ফোমা নামের ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পরিবারের দেয়া এক বিবৃতিতে অ্যালেনের বোন জোডি তার মৃত্যু নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ২০০৯ সালে একবার এ রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। এর পর মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে তিনি রোগটির আবার ফিরে আসার কথা জানিয়েছিলেন।

তার মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, “আমার অন্যতম পুরনো ও প্রিয় বন্ধুর মৃত্যুতে ভীষণ আঘাত পেয়েছি আমি, সে না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না।”

অ্যালেন ও তার স্কুলজীবনের বন্ধু গেটস হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে ১৯৭৫ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট গড়ে তুলেন। এই মাইক্রোসফটই পরে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি হয়ে দাঁড়ায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত