artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প: নিহত ৩

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৩০ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩০ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮


ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প: নিহত ৩ - বিদেশ

ইন্দোনেশিয়ার জাভায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ: রয়টার্স।

বৃহস্পতিবারের এ ভূমিকম্প জাভার পাশাপাশি বালি দ্বীপেরও বেশ কয়েকটি ভবনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাভার সুমবেরানায়ারের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পে বালির রাজধানী দেনপাসারেরও অনেক ভবনই দুলে ওঠে। আতঙ্কে দ্বীপ দুটির অসংখ্য বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

ছয় মাত্রার এ ভূমিকম্পে জাভার পূর্বাঞ্চলে একটি ভবন ধসে তিনজনের মত্যু হয় বলে জানান ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগ্রহ।

ভূমিকম্পপ্রবণ ইন্দোনেশিয়ায় চলতি বছরও একের পর এক প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হেনে চলেছে। গত মাসে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পের পর সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

পর্যটকদের প্রিয় জায়গা দ্বীপটিতে এমন এক সময়ে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল, যখন সেখানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলছিল।

সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা এখন বালিতেই অবস্থান করছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত