artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম

এপিএল না খেলেই যে কারণে দেশে ফিরছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৫৬ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮


এপিএল না খেলেই যে কারণে দেশে ফিরছেন তাসকিন - খেলা

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টুর্নামেন্টে না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে তাসকিনকে। কিন্তু কেন হঠাৎ ফিরতে হচ্ছে তাকে?

জানা গেছে, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। তাকে দেখতেই বুধবার তড়িঘড়ি ঢাকায় চলে আসেন তিনি।

প্রথম সন্তানের মুখ দেখেই এপিএল খেলতে আরব আমিরাতে চলে যান তাসকিন। ৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দুটিতেই হারে কান্দাহার নাইটস।

তাসকিন একাদশে ছিলেন না কোনো ম্যাচেই। গতকাল রাতে হঠাৎ খবর পান, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ।

অবশ্য তাসকিনের পরিবার তাকে জানাতে চায়নি রাবেয়ার অসুস্থতার কথা, যাতে টুর্নামেন্টটা নির্বিঘ্নে খেলতে পারেন। কিন্তু স্ত্রীর অসুস্থতার খবরটা শোনার পর থেকেই অস্থির হয়ে পড়েন তাসকিন।

কান্দাহারের ম্যাচ আছে আগামীকাল বৃহস্পতিবারও। দেশে ফিরে আসার কারণে টুর্নামেন্ট খেলার সুযোগই হল না তাসকিনের।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত