artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ২:০১ পূর্বাহ্ণ

শিরোনাম

ঘূর্ণিঝড় তিতলি: উপকূলে পাউবোর সবার ছুটি বাতিল

কক্সবাজার সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১০৪ ঘণ্টা, বুধবার ১০ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১০৪০ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮


ঘূর্ণিঝড় তিতলি: উপকূলে পাউবোর সবার ছুটি বাতিল - জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলির’ কারণে উপকূলীয় জোনের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সবার ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোস্তফা খান।

বুধবার সন্ধ্যায় তিনি বলেন, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।”

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় আগামী বৃহস্পতিবার উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে।প্রতিকূল আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত