artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১:১২ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচনের আগেই শেয়ারবাজার পতন গুজব রটছে

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯১১ ঘণ্টা, বুধবার ১০ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৯৪৫ ঘণ্টা, বুধবার ১০ অক্টোবর ২০১৮


নির্বাচনের আগেই শেয়ারবাজার পতন গুজব রটছে - অর্থনীতি
ছবি: স্টাফ রিপোর্টার

নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজার পতন নিয়ে বিভিন্ন গুজব রটানো হচ্ছে। এসব গুজব বন্ধ করতে যথাযত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হেলাল উদ্দিন নিজামী।

একইসঙ্গে বলেন, আইএসকো'র সদস্য সংস্থা হিসেবে বিএসইসি বিনিয়োগকারীকে বিনিয়োগ শিক্ষা সচেতনতায় নিরলস কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে 'বিনিয়োগ শিক্ষা এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসই'র ভূমিকা' শীর্ষক সেমিনারে হেলাল উদ্দিন নিজামী এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজার পতন নিয়ে বিভিন্ন গুজব রটানো হচ্ছে। শেয়ারবাজার সম্মন্ধে যেসব গুজব রটছে, সেইগুলো শিগগির বন্ধ হবে। এগুলো বন্ধে বিএসইসি যাতে নীতি নির্ধারণ করে যথাযত পদক্ষেপ নেয়, সে বিষয়ে কমিশনের ওপর আপনারা চাপ প্রয়োগ করুন। যাতে কমিশন গুরুত্বে সাথে সেই বিষয়গুলো সহজেই রোধ করতে পারে।”

বিনিয়োগের আগে বিনিয়োগ শিক্ষা সম্পর্কে একাডেমিক পাঠের গুরুত্ব বুঝতে হবে এমন মন্তব্যে করে বিএসইসির কমিশনার বলেন, “এসব পাঠ জানা হলে বিনিয়োগকারীদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। আর পতন সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দক্ষতা বৃদ্ধি পাবে।”

শেয়ারবাজারের অবদানে দেশের অর্থনৈতিক উন্নতির চাকা ঘোরানো সম্ভব এমন উক্তি করে বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন বলেন, “এক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় পারদর্শী থাকাটা খুবই জরুরি। এই শিক্ষায় সচেতন বিনিয়োগকারীরা আর্থিক বাজারে অপ্রয়োজনীয় ব্যয়বহুলসহ প্রতারণামূলক ফাইনান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রচলন কমিয়ে দিতে পারে।”

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা আইন সম্পর্কে সচেতন হতে হবে এমন মন্তব্যে করে সেমিনারে বিএসইসির কমিশনার খন্দকার কামালউজ্জামান বলেন, “বিনিয়োগকারীদের নিজ স্বার্থে অবশ্যই ডিপজিটরি আইন ১৯৯৯ (১৯৯৯ সনের ৬ নম্বর আইন) সম্পর্কে সচেতন হতে হবে। সাধারণ বিনিয়োগকারী এবং যাদের মাধ্যমে বিনিয়োগ করেন তাদের জন্যই এ আইন করা হয়েছে।”

এ আইনের সুবিধা সবাইকে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

সেমিনারে বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমানসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য