artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:০৭ পূর্বাহ্ণ

শিরোনাম

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সুচির প্রতি শিনজো আবের আহ্বান

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৫০ ঘণ্টা, মঙ্গলবার ০৯ অক্টোবর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৯১১ ঘণ্টা, বুধবার ১০ অক্টোবর ২০১৮


রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সুচির প্রতি শিনজো আবের আহ্বান - বিদেশ

মিয়ানমারের নেত্রী অং সান সুচি কে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

মঙ্গলবার টোকিওয় জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশের এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবে বলেন, “এ মুসলিম শরণার্থীদের রাখাইনে ফিরিয়ে নিয়ে গেলে তাদের পুনর্বাসনে জাপান সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমরা আশা করব মিয়ানমার সরকার বিষয়টিকে গুরুত্ব দেবে।”

জবাবে অং সান সুচি বলেন, মিয়ানমার তাদের গ্রহণ করতে প্রস্তুত। তবে রাখাইনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

সু চি আরো বলেন, “আমরা আমাদের বন্ধুদের কাছে কোন কিছুই গোপন করতে চাই না। স্বচ্ছতার ভিত্তিতে আমরা তদন্ত করছি। আমরা শান্তি, আইন ও মানবতার প্রতি আস্থাশীল। সব সময় আমাদের পাশে থাকার জন্য আমরা বন্ধু রাষ্ট্রদের কাছে কৃতজ্ঞ।”

ওদিকে, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা জাপান সরকার অব্যহত রাখবে বলে জানিয়েছেন আবে।

থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াকে নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মেকং-জাপান সম্মেলনে মিয়ানমারের সঙ্গে জাপান ৮০ হাজার কোটি ইয়েনের একটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করেছে।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত