artk
৫ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ১:১১ অপরাহ্ন

শিরোনাম

খুলনায় ঘরের সানশেড ধসে রিকশাচালকের ২ শিশু সন্তানের মৃত্যু

খুলনা প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৩৫ ঘণ্টা, মঙ্গলবার ০৯ অক্টোবর ২০১৮


খুলনায় ঘরের সানশেড ধসে রিকশাচালকের ২ শিশু সন্তানের মৃত্যু - জাতীয়

খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সানশেড ধসে পড়ে বাদল শেখ নামে এক রিকশাচালকের দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হচ্ছে শিপন শেখ (১২) এবং দেড় বছরের মেয়ে মোসাম্মাত সামিয়া খাতুন।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, দুপুর ১টার দিকে দেয়ানার উত্তর পাড়ার বাদল শেখের নির্মাণাধীন ঘরের সানশেড ধসে পড়ে শিপন ও সামিয়া নামে তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। বাদল শেখ একজন রিকশাচালক। লাশ দুটি দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অফিসার পাঠানো হয়। সানশেড ধসে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত