artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ১:৩০ পূর্বাহ্ণ

শিরোনাম

এনটিআরসিএর চেয়ারম্যান হলেন ডিএসসিসির প্রধান নির্বাহী বিলাল

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫১ ঘণ্টা, সোমবার ২৪ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২১১৯ ঘণ্টা, সোমবার ২৪ সেপ্টেম্বর ২০১৮


এনটিআরসিএর চেয়ারম্যান হলেন ডিএসসিসির প্রধান নির্বাহী বিলাল - জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া আরও ৭ অতিরিক্ত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তার দফতর বদল করা হয়েছে।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ১৮ সেপ্টেম্বর এনটিআরসির চেয়ারম্যান এএমএম আজহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার সেনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য, ওএসডি অতিরিক্ত সচিব মো আবু বক্কর ছিদ্দিককে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক, ওএসডি অতিরিক্ত সচিব সৈয়দ তওহিদুর রহমানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিওআই-এর ১৪ তলা বিল্ডিং নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন নৌপরিবহন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুব আহমেদকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সংযুক্তি দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত