artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২২ অক্টোবর ২০১৮, ২:০৮ পূর্বাহ্ণ

শিরোনাম

চলতি সপ্তাহে ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮০৭ ঘণ্টা, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮


চলতি সপ্তাহে ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা - অর্থনীতি

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার অনুষ্ঠিত হবে। এ কোম্পানিগুলো হলো- নর্দার্ন জুট, বিডি অটোকার্স, ইফাদ অটোস, বিএসআরএম স্টিল, বিএসআরএম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইবনে সিনা এবং লিগ্যাসি ফুটওয়্যার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আট কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন, ২০১৮ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এই আট কোম্পানির মধ্যে বিডি অটোকার্সের সভা ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায়. নর্দার্ন জুটের সভা ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায়, ইফাদ অটোসের সভা ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায়, বিএসআরএম স্টিলের সভা ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায়, বিএসআরএমের সভা ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের বোর্ড সভা ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায়, ইবনে সিনার সভা ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায়, লিগ্যাসি ফুটওয়্যারের সভা ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য