artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস!

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৪৬ ঘণ্টা, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৯০৯ ঘণ্টা, রোববার ২৩ সেপ্টেম্বর ২০১৮


বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস! - জাতীয়

চট্টগ্রাম নগরীতে টিনের ফাঁকে দুই দিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস। শনিবার জামাল খান এলাকা থেকে বিড়ালটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, “ভবনের নির্মাণ কাজ করার জন্য লাগানো টিনের নিচে বিড়ালটি আটকে ছিল। দুপুরে এক ছাত্র বিড়ালটি উদ্ধারে আমাদের সহায়তা চায়।”

তিনি জানান, খবর পেয়ে আমাদের রেসকিউ টিম বিড়ালটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া রাজ দত্ত জানান, তাদের বাসার পাশের ভবনে কাজ করার জন্য লাগানো টিন ও এসির বক্সের নিচে বিড়ালটি দুদিন ধরে আটকে ছিল।

সেখান থেকে বের হতে না পেরে বিড়ালটি কান্নাকাটি করছিল। মার কাছ থেকে বিষয়টি শুনে বিড়ালটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা করি। না পেরে ফায়ার সার্ভিসের সহায়তা চাই। তারা এসে বিড়ালটি উদ্ধার করে দেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত