artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১:২৮ অপরাহ্ন

শিরোনাম

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২৩৭ ঘণ্টা, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮


ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন - অর্থনীতি

গত সপ্তাহে (রোববার-বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের ওইসময়ের মধ্যে মোট ৩৫ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রেমতে, ৩১টি প্রতিষ্ঠান কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। এই কোম্পানিটি মোট ৬ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর।

অন্যসব এমজেএল বিডির ১০ লাখ ৮০ হাজার টাকার, ইনটেকের ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকার, গ্রামীণ ফোনের ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ২৮ লাখ ৪০ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ৮ লাখ ৭০ হাজার টাকার, শাশা ডেনিমসের ১০ লাখ ৯০ হাজার টাকার, স্টাইলক্রাফটের ১৭ লাখ টাকার, অলিম্পিকের ২ কোটি ১২ লাখ টাকার, পেনিনসুলার ১১ লাখ ৯০ হাজার টাকার, বিডিকমের ২৮ লাখ ৯০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৩৫ লাখ ৬০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২১ লাখ ৫০ হাজার টাকার, সিঙ্গারবিডির ১ কোটি ১৫ লাখ টাকার, সিনোবাংলার ৬ লাখ ১০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার, বিডি থাইয়ের ২২ লাখ ৭০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৬ লাখ ৭০ হাজার টাকার, উসমানিয়া গ্লাসের ৬ লাখ ৫০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫ লাখ ৩০ হাজার টাকার, ইফাদ অটোসের ৬ লাখ ৫০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, আরডি ফুডের ২২ লাখ টাকার, রিজেন্ট টেক্সটাইলের ১৬ লাখ টাকার এবং এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৩ লাখ ৮০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য