artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১:০৮ অপরাহ্ন

শিরোনাম

নওয়াজ শরিফ ও মরিয়মকে মুক্তির নির্দেশ

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১৫ ঘণ্টা, বুধবার ১৯ সেপ্টেম্বর ২০১৮


নওয়াজ শরিফ ও মরিয়মকে মুক্তির নির্দেশ - বিদেশ

দুর্নীতি মামলায় দণ্ডিত পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাই কোর্ট। একইসঙ্গে তাদের দুজনকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার নওয়াজ শরিফের আপিলের শুনানি করে ইসলামাবাদ হাই কোর্ট এ আদেশ দেয়।

ডনের এক প্রতিবেদনে জানানো হয় , লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে ৬ জুলাই পাকিস্তানের একটি আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়।

এর এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দর থেকেই তাদের গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

নওয়াজ বন্দি থাকা অবস্থায় তার স্ত্রী কুলসুম নওয়াজ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শেষকৃত্যে যোগ দেয়ার জন্য গত ১২ সেপ্টেম্বর প্যারলে মুক্তি দেয়া হয়েছিল নওয়াজকে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত