artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

চুয়াডাঙ্গায় শিবিরের ৯ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০৪ ঘণ্টা, মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর ২০১৮


চুয়াডাঙ্গায় শিবিরের ৯ নেতাকর্মী আটক - জাতীয়

চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ৯ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। পুলিশের দাবি- আটক শিবিরকর্মীরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বসে নাশকতার পরিকল্পনা করছিল।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাতনেতা শরিফুল ইসলাম পরিষদের সভাকক্ষে শিবিরের একদল নেতাকর্মীকে নিয়ে গোপন বৈঠক করছিল।

গোপন সূত্রে খবর আসে, তারা সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় শিবিরের ৯ নেতাকর্মীকে।

পলাতক চেয়ারম্যান শরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/কেএস/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত