artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

সচিব হলেন জনপ্রশাসনের ৫ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭১০ ঘণ্টা, মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৮৩৬ ঘণ্টা, বুধবার ১৯ সেপ্টেম্বর ২০১৮


সচিব হলেন জনপ্রশাসনের ৫ কর্মকর্তা - জাতীয়

অতিরিক্ত সচিব থেকে জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা এই পাঁচজনকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া সচিবরা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন।

বর্তমানে প্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৬ জন। নতুন পাঁচজনকে নিয়ে এই সংখ্যা দাঁড়াবে ৮১-তে।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর পৃথক দুটি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত