artk
বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯ ৮:৫৬   |  ১০,মাঘ ১৪২৫

নিউজ ডেস্ক

সংবাদ ডেস্ক

সোমবার, জানুয়ারি ১৪, ২০১৯ ১০:২৭

অপারেশন থিয়েটারে রোগী রেখে নার্সকে চুমু খাচ্ছে চিকিৎসক!

media

প্রতীকী ছবি

জানা গেছে, ভিডিওটি প্রথমে ওই হাসপাতালের নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন পোস্ট করেন। তারপরই ভাইরাল হয় সেটি। এই ঘটনার পর আরও তিনটি আপত্তিকর ভিডিও পোস্ট হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদিও ভিডিওটি ওই হাসপাতালের কিনা তা এখনও স্পষ্ট নয়।

অপারেশন থিয়েটারে (ওটি) রোগীকে নেয়া হয়েছে অস্ত্রোপচারের জন্য। কিন্তু রোগী ফেলে সেখানে নার্সকে চুমু খাচ্ছেন চিকিৎসক। এমন একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী হাসপাতালের। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই হাসপাতালের চিকিৎসক একজন নার্সকে চুম্বন করছেন। পাশেই রয়েছেন রোগী।

ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ভিডিওটি ওই হাসপাতালের অপারেশন থিয়েটার বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে এরই মধ্যে ওই চিকিৎসককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ভিডিওটি প্রথমে ওই হাসপাতালের নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন পোস্ট করেন। তারপরই ভাইরাল হয় সেটি। এই ঘটনার পর আরও তিনটি আপত্তিকর ভিডিও পোস্ট হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদিও ভিডিওটি ওই হাসপাতালের কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে। ওটিতে ব্যস্ততা ভুলে কী করে দু’জনে মিলে এমন কাজ করতে পারেন, তা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।