artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

পারফরম্যান্স করেই সমালোচকদের মুখ বন্ধ করবো: ইমাম

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮২৮ ঘণ্টা, শুক্রবার ১৪ সেপ্টেম্বর ২০১৮


পারফরম্যান্স করেই সমালোচকদের মুখ বন্ধ করবো: ইমাম - খেলা

পিসিবির প্রধান নির্বাচক সম্পর্কে চাচা হওয়ায় ইমাম উল হক শুরু থেকেই সমালোচিত ছিলেন! প্রশ্ন উঠেছিল, স্বজনপ্রীতির কারণে জাতীয় দলে জায়গা হয়েছে তার! এই সমালোচকদের সব ভুল ভেঙে দিতে চান পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। দারুণ পারফরম্যান্স করে এশিয়া কাপ দলে জায়গা পেয়েছেন ইমাম।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনটি সেঞ্চুরি! কিন্তু তারপরও সমালোচকরা তাতে তুষ্ট নয়। মাঠে ভালো করলেও ইনজামামের সঙ্গে সম্পর্কের কথা বারবার মনে করাচ্ছে তারা। এই সমালোচক বিশেষ করে ( মিডিয়াকে) একহাত নিলেন ইমাম।

এশিয়া কাপে দলে সুযোগ পাওয়ার পর তিনি বলেন, “অযথা আমার সমালোচনা করছে মিডিয়া। কিন্তু আমি আমার পারফরম্যান্স দিয়ে আগেও তাদের মুখ বন্ধ করেছি এবং ভবিষ্যতেও করে যাব।”

ক্যারিয়ারে ৯ ওয়ানডে খেলে ৪টি সেঞ্চুরিতে এশিয়া কাপের জায়গা পাকা করেছেন ইমাম উল হক। এমন পারফরম্যান্সের পরও মিডিয়ার দেখেও না দেখার ভান করায় ক্ষুব্ধ ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান। তিনি বলেন, “এইচবিএল ফাইনালে যখন আমি ডাবল সেঞ্চুরি করলাম, তখন মিডিয়া আমার পাশে ছিল না। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এ দলের হয়ে রান করার সময় তাদের কোথাও পাওয়া যায়নি। কিন্তু জাতীয় দলে যখন ঢুকলাম, তখন তারা বলল আমি ইনজামামের ভাতিজা। প্রথম সেঞ্চুরি করার পর তারা বলল, এটা ভাগ্য।”

আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরেও ভালো করেছেন ইমাম। কিন্তু এতে সমালোচনা এড়াতে পারেননি। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, “ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতানোর পরও মিডিয়া কিছু বলেনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন সেঞ্চুরি করার পর বলা হলো, এ আর এমন কী! জিম্বাবুয়ে তো দুর্বল দল।”

ইনজামামের ভাতিজা নয়, ইমাম নামে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। দুবাইয়ে এই এশিয়া কাপ দিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান। ইমাম, “আমি এশিয়া কাপকে স্মরণীয় করতে চাই যেন লোকজন আমার পারফরম্যান্স দিয়ে আমাকে মনে রাখে। একজন খ্যাতিমান ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক হওয়া তারও ক্ষতি করছে। এসব সমালোচনা আমাকে কেবলই শক্তিশালী করে তুলছে এবং এশিয়া কাপে আমি ভালো পারফর্ম করব।”

ইনজামামের সঙ্গে সম্পর্ক থাকার চাপ কতটা, এই প্রশ্নে তিনি বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক, এটা আমার দোষ নয়। আমি শুধুই ইমাম উল হক হতে চাই।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য