artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১:০১ অপরাহ্ন

শিরোনাম

নারায়ণগঞ্জে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০১৭ ঘণ্টা, শুক্রবার ১৪ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২১০৪ ঘণ্টা, শুক্রবার ১৪ সেপ্টেম্বর ২০১৮


নারায়ণগঞ্জে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ - জাতীয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজের নিচ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ওই তিন যুবকের লাশ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে ওই তিন যুবকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজের নিচে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে এবং অন্যান্য তথ্য হাতে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত শুরু হয়েছে।

তিনি আরো জানান, ‘সাদা-লাল টিশার্ট পরা ব্যক্তির পকেট থেকে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে। আরেকজনের পকেটে থাকা মানিব্যাগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একটি কার্ড পাওয়া গেছে। মূলত এখন কার্ডের সূত্র ধরেই নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত