artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম

বেনাপোল থেকে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

যশোর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯২৬ ঘণ্টা, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮


বেনাপোল থেকে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক - জাতীয়

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

যশোর ৪৯-বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, যাত্রীবাহী পরিবহনে কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালানো হয়।

বিকেল ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নয় শিশু, পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আব্দুস সালাম নামের এক রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। দালাল আমাদের ভারতে নিয়ে ভালো কাজ দেবে বলেছে।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত