artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫৩ ঘণ্টা, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০০১ ঘণ্টা, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮


গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা - জাতীয়

আট হাজার টাকা রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ সেপ্টম্বর) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই মজুরি ঘোষণা করেন ।

এর আগে, চলতি বছরের ১৪ জানুয়ারি পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার। স্থায়ী চার সদস্যের সঙ্গে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ও শ্রমিকদের একজন প্রতিনিধি নিয়ে গঠিত এই মজুরি বোর্ড সার্বিক বিষয় বিবেচনা করে মজুরি নির্ধারণ করেছে।

ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে ২০১৩ সালের ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের গেজেট প্রকাশ করা হয়।

ওই বছরের ডিসেম্বর মাস থেকে এই মজুরি কার্যকর হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত