artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ১৮ নভেম্বর ২০১৮, ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

ডিএমপির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৪৮ ঘণ্টা, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮


ডিএমপির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি - জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জসীম উদ্দীন মোল্লাকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক এক আদেশে পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্সের এডিসি শাহেন শাহ্কে মিরপুর জোনের এডিসি, ডিএমপির এডিসি মোল্লা তবিবুর রহমানকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত