artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

যশোরে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

যশোর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪১ ঘণ্টা, বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর ২০১৮


যশোরে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু - জাতীয়

যশোরের বাঘারপাড়া উপজেলায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ সরদার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার ইউনিয়নের মাহমুদপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মোহাম্মদ আলী (১৩) ওই এলাকার হোসেন আলী সরদারের ছেলে এবং সাব্বির হোসেন (২২) একই এলাকার শাহাবার মোল্লার ছেলে।

আহত মিতু খাতুন (১০) ও রেজোয়ান খানকে (১৪) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাঘারপাড়া থানার ওসি শেখ ওহিদুজ্জামান জানান।

ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, দুপরে হটাৎ বৃষ্টি শুরু হলে কয়েকজন পথচারী স্থানীয় একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হামপাতালেন নিয়ে যায় বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত