artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম

‘নাকাব’ ছবির প্রচারণায় ঢাকা আসছেন নুসরাত

বিনোদন রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৩১ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


‘নাকাব’ ছবির প্রচারণায় ঢাকা আসছেন নুসরাত - বিনোদন

‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেসসহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার চিত্রনায়িকা নুসরাত জাহান। সম্প্রতি তিনি বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এই সিনেমার প্রচারণায় অংশ নিতে ঢাকা আসছেন তিনি। আগামী ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা আসবেন নুসরাত। দুদিন ঢাকায় অবস্থান করে কলকাতা ফিরে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছে আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কলকাতার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া আরো অভিনয় করেছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

বিনিময় চুক্তির মাধ্যমে কলকাতার এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির বিপরীতে ‘পাষাণ’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য