artk
মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯ ১২:৩১   |  ৮,মাঘ ১৪২৫
মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯ ৪:৫৫

দুর্নীতিরোধে দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি: দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
media

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

আগামী দুই মাসের মধ্যে দেশের দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

আগামী দুই মাসের মধ্যে দেশের দুর্নীতি দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ সেখানেই দুর্নীতির গন্ধ পাবো সেখানেই গিয়ে আমরা হাজির হবো।

তিনি বলেন, দুর্নীতি দমনে নতুন সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার তা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা সরকারের এ দুর্নীতি বন্ধের অঙ্গীকার বাস্তবায়নে সর্বশিক্ত নিয়োগ করবো।

নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা দুদক সংগ্রহ করেছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, এটা ধর-মার-কাট কোনো বিষয় নয়। সেখানেই দুর্নীতি পাবো সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া অনেকেরে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে- সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ যদি থাকে আমরা অনুসন্ধান করবো, দৃশ্যমান করবো।

বেসিক ব্যাংক সম্পর্কে এক প্রশ্নে জাববে দুদক চেয়ারম্যান বলেন, কেবল বেসিক ব্যাংক নয়, আর্থিক খাতের সব দুর্নীতি বন্ধে কাজ করবে দুদক। তবে কোনো মেগা প্রকল্প, জনবল নিয়োগের বিষয়ে দুদক সরাসরি সম্পৃক্ত হবে না। আমরা দেখবো এবং ধরবো। আমার বিশ্বাস এ সরকার দুর্নীতির রশি টেনে ধরবে। ‘মর্নিং শোজ দ্যা ডে’।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে