artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ১৮ নভেম্বর ২০১৮, ৭:০৬ অপরাহ্ন

শিরোনাম

শাড়ির প্রেমে মজেছেন আনুশকা

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪৮ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


শাড়ির প্রেমে মজেছেন আনুশকা - বিনোদন

সিনেমার শুটিংয়ে শাড়ি পড়তে গিয়ে এবার শাড়ির প্রেমেই মজেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

জানা গেছে, চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে ‘সুই ধাগা’ নামের একটি ছবি৷এই ছবিতে শাড়ি পরা সাধারণ গৃহবধূর চরিত্রে দেখা যাবে আনুশকাকে। তিনি জানিয়েছেন, শুটিং করতে করতে চান্দেরি শাড়ির প্রেমে পড়ে গেছেন। ছবির প্রচারে গিয়ে শাড়ি তৈরির কারিগরদের সঙ্গেও দেখা করেন তিনি। একটি শাড়ি তৈরি করতে কত সময় যায়, কীভাবে শাড়ি তৈরি হয়, কত খরচ হয়, কতই বা আয় হয়, সবই শোনেন তিনি৷ কারিগরদের সঙ্গে কথা বলার পর মুগ্ধ হয়ে যান বিরাট ঘরণী৷ নিজের ও অন্যান্যদের উপহার দেওয়ার জন্য ৩৫টি শাড়ি কেনেন তিনি৷ নিজেদের তৈরি শাড়ি বিক্রি হওয়ায় খুশি কারিগররাও৷

স্বামী কোনও কাজেই সফল নন, এই ভাবনাকে মিথ্যে প্রমাণ করতেই এক নারীর লড়াইয়ের কাহিনী ‘সুই ধাগা’৷

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত