artk
মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯ ১২:২৮   |  ৮,মাঘ ১৪২৫
মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯ ১২:৫৬

১ কোটি ৩৫ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
media

শুল্ক গোয়েন্দার নিকট গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে শুল্ককরসহ মোট ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকার পণ্য চালান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দার সূত্রে এ তথ্য জানা গেছে।

আমদানিকারক মেসার্স ট্রেডার্স কর্তৃক বি/ই নং সি-৬৮২৩৯০, গত বছরের ৯ মে মাসে পলিসিং প্যাড, টুথ ব্লাশ ঘোষণায় আমদানি করা পণ্য চালানটির খালাস স্থগিত করা হয়েছে। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স নুরসাফা ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড। শুল্ক গোয়েন্দার নিকট গোয়েন্দা তথ্য থাকায় পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। 

আমদানি করা পণ্য চালানটি ঘোষণা বহির্ভূত। কারণ কায়িক পরীক্ষায় ঘোষণানুযায়ী প্যাড, টুথ ব্লাশ পাওয়া গেলেও ৩ লাখ ৪ হাজার ৯২০টি প্লেয়িং কার্ড (তাস) ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। 

পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ৭৬ লাখ ৮৩ হাজার ৯৮৪ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমান ৫৮ লাখ ৬৩ হাজার ৬৪৮ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৬৩২ টাকা।

ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবরে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমএস