artk
সোমবার, জানুয়ারি ২১, ২০১৯ ১১:৩৪   |  ৮,মাঘ ১৪২৫
মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯ ১১:৪৮

শিশু সদনের শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
media

রঙিন কম্বল হাতে পেয়ে শিশু পরিবারের শিশুদের মুখে ফুটে ওঠে রঙিন হাসি।

চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে শীতের রঙিন কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও জেলা প্রশাসক পত্নী লিপি দাস। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাত ৯টার দিকে শিশু সদনের ৮০ জন অনাথ শিশুর হাতে এসব কম্বল তুলে দেয়া হয়। 

রঙিন কম্বল হাতে পেয়ে শিশু পরিবারের শিশুদের মুখে ফুটে ওঠে রঙিন হাসি। পরে বেশ কিছুক্ষণ শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান জেলা প্রশাসক তার পত্নী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ও সমাজ সেবা কর্মকর্তা রোম্মানা বিলকিস। 

এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তার, হাসিনা মমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, সহকারী কমিশনার ইফফাত আরা জামান ঊর্মি, পপি খাতুন, শিবানী সরকার, আমজাদ হোসেন, খাইরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নিউজবাংলাদেশ.কম/কেএস/এমএস