artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১১:৪৯ পূর্বাহ্ণ

শিরোনাম

ছাতকে পৃথক বজ্রপাতে নিহত ২

সিলেট প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪৫ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


ছাতকে পৃথক বজ্রপাতে নিহত ২ - জাতীয়

সুনামগঞ্জের ছাতকে পৃথক বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন। ছাতক থানার ওসি মো. আতিকুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৫) ও পিরোজপুর জেলার কাঁঠালবাড়ি এলাকার আইনুল হকের ছেলে মামুন মিয়া (২৮)।

মামুন পিরোজপুর থেকে ছাতকে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি আতিকুর বলেন, হৃদয় নিজেদের বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রায় একই সময় ছাতক পৌর শহরের লাফার্জ-সুরমা সিমেন্ট ফ্যাক্টরি ঘাট এলাকায় সুরমা নদী থেকে পাথর তোলার সময় বজ্রপাত হলে মামুন মারা যান বলে জানান ওসি আতিকুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত