artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৪১ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩৬ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


মিরসরাইয়ে ২ কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২ - জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১৬৫০৭) পেছন থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যান চালক কবিরের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনা-কবলিত কাভার্ডভ্যান দুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত