artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

আসামে ভূমিকম্প, মৃদু কাঁপলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১০৪ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩১ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


আসামে ভূমিকম্প, মৃদু কাঁপলো বাংলাদেশ - জাতীয়

সীমান্তবর্তী ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হালকা কাঁপতে থাকে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর আতঙ্কিত লোকজন বিভিন্ন ভবন ও বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ক্ষয়ক্ষতির কোনো কথা জানা যায়নি। 

ঢাকার পাশে নারায়ণগঞ্জ থেকেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত