artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম

কুকের বিদায় উপহার ৩৩ বোতল বিয়ার!

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০১ ঘণ্টা, মঙ্গলবার ১১ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৯২০ ঘণ্টা, বুধবার ১২ সেপ্টেম্বর ২০১৮


কুকের বিদায় উপহার ৩৩ বোতল বিয়ার! - খেলা

অভিষেকে সেঞ্চুরি বিদায়ী ম্যাচেই সেঞ্চুরি।কজন ক্রিকেটারের ভাগ্যে এমন পরিসমাপ্তি লেখা থাকে! এমন অর্জনের পর পুরস্কার হিসেবে তিনি কিনা পেলেন ৩৩ বোতল বিয়ার!

সংবাদ সম্মেলন কক্ষেই সেই ৩৩ বোতল বিয়ার তুলে দেয়া হয় কুকের হাতে। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলা সাবেক ইংলিশ অধিনায়ককে এই উপহার দিয়েছেন একদল ইংরেজ সাংবাদিক।

কুকের হাতে ৩৩ বোতল বিয়ার তুলে দিয়ে বলা হয়, ‘সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে এত বছর ধরে আপনার সব অর্জনকেই আমরা অভিনন্দিত করছি।”

কিছুটা রসিকতার সুরেই বলা হয়, ‘এত বছর ধরে আপনি যেভাবে আমাদের সামলেছেন (সাংবাদিকদের) সে জন্য বিশেষ অভিনন্দন।”

কুকের জন্য এই ৩৩ বোতল বিয়ার তার ৩৩টি টেস্ট সেঞ্চুরিকে স্মরণীয় করে রাখতে। গত সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ারের শেষ টেস্টকে স্মরণীয়ও করে রাখলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের সবচেয়ে সফল ব্যাটসম্যানও। টেস্ট ক্রিকেটে বাম হাতি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য