artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৮:২১ অপরাহ্ন

শিরোনাম

দুবাইয়ে মাঠে বাংলাদেশিদের সমর্থন চান সাকিব

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯০০ ঘণ্টা, মঙ্গলবার ১১ সেপ্টেম্বর ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০৪৭ ঘণ্টা, মঙ্গলবার ১১ সেপ্টেম্বর ২০১৮


দুবাইয়ে মাঠে বাংলাদেশিদের সমর্থন চান সাকিব - খেলা

এশিয়া কাপে অংশ নিয়ে গত রোববারই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফল শেষে এক মাসের ছুটি কাটিয়ে দুবাই দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলে চোট নিয়ে এশিয়া কাপ খেলবেন সাকিব।

এশিয়া কাপে শিরোপার স্বপ্ন বাংলাদেশের। সেই লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে চায় তারা। প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানান সাকিব আল হাসান।

তিনি বলেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। তবে আমাদের লক্ষ্য এশিয়া কাপের শিরোপা জয়। সেই লক্ষ্যেই আমরা এখানে এসেছি। তবে সব দলও তাই এসেছে। তবে শিরোপা জিততে হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগুতে হবে। তবে এই মহুর্তে মাঠের কাজটা ঠিক মতো করতে চাই।”

গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কিছুদিন আগেই ভারতে আফগানদের সাথে হেরেছে বাংলাদেশ। তবে এবারের ফর্মেটটা ভিন্ন হলেই আত্মোবিশ্বাসী সাকিব।

তিনি বলেন,“ কিছুদিন আগেই আমরা আফগানদের বিপক্ষে খেলেছি। আমরা জানি ওদের শক্তি পরিকল্পনা কেমন হয়। ছোট ফর্মেটে (টি-টোয়েন্টিতে) ভয়ঙ্কর দল। একই সাথে বাছাই পর্ব পেড়িয়ে এসেছে হংকং। পলে এটা কারও জন্যই স্বস্থির না। তবে আমাদের প্রমাণ করার আরও একটা সুযোগ এশিয়া কাপে।”

এশিয়া কাপের গত তিন আসরই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঘরের মাঠে ছিল শতভাগ দর্শক সমর্থন। এবার সংযুক্ত আরব আমিরাতে হলেও মাঠে সেখানকার বাংলাদেশিদের সাপোর্ট পাওয়ার আসা করছেন সাকিব। এ বিষয়ে সাকিব বলেন,“আরব আমিরাতে অনেক বাংলাদেশিই থাকেন। আশা করছি তারা মাঠে এসে খেলা দেখবেন এবং আমাদের সমর্থন করবেন।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য