artk
৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২১ নভেম্বর ২০১৮, ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

নওগাঁর রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত

নওগাঁ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৪২ ঘণ্টা, সোমবার ১০ সেপ্টেম্বর ২০১৮


নওগাঁর রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ বরখাস্ত - শিক্ষাঙ্গন

নওগাঁর রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে বিভিন্ন অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই অধ্যক্ষের বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ইসরাফিল আলম এমপি এ পদক্ষেপ নেন। এছাড়াও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অধ্যক্ষকে নোটিশের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামের বিরুদ্ধে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে নানা অনিয়ম-দুর্নীতি, অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও অসদাচরণসহ ১১টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ করেন কলেজের ২৭ জন শিক্ষক-শিক্ষিকা। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মো. মিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বরখাস্ত করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি।

রোববার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কলেজের নোটিশ বোর্ডে একটি নোটিশ টানিয়ে দেন। এছাড়া তিনি বরখাস্ত থাকাকালীন উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্তকে কলেজের অতিরিক্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবস্থাপনা কমিটি কোনো নিয়ম না মেনেই আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করেছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবগুলো মিথ্যা ও বানোয়াট। আমি এই বিষয়ে কিছুই জানি না। উপাধ্যক্ষ আমাকে সরিয়ে আমার পদে বসার জন্য এই পায়তারা করেছেন।

তবে কলেজের উপাধ্যক্ষ শ্রী চন্দন কুমার মহন্ত বলেন, কলেজের অন্যান্য শিক্ষকদের করা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সভাপতি যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এখানে আমার কোনো কিছু করার নেই। অধ্যক্ষের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখনো আমাকে দাফতরিকভাবে কোনো নোটিশের কপি কিংবা কোনো লিখিত কিছু দেয়া হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য