artk
৩ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম

বাঁশখালীতে হাতির নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৪৯ ঘণ্টা, বৃহস্পতিবার ০৬ সেপ্টেম্বর ২০১৮


বাঁশখালীতে হাতির নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু - জাতীয়
ফাইল ফটো

চট্টগ্রামের বাঁশখালীতে হাতির পায়ের নিচে পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের রাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মরিয়ম খাতুনের (৬২) বাড়ি ওই এলাকাতেই।

বাঁশখালী থানার এসআই বিমল কুমার দাশ গণমাধ্যমকে বলেন, “গভীর রাতে তাদের বাড়ির পাশের গাছপালা ভাঙতে আসে একপাল হাতি। ঘটনা দেখার জন্য ওই মহিলা ঘরের বাইরে এলে একটি হাতি তাকে আক্রমণ করে।”

হাতির পায়ের ধাক্কায় মরিয়মের ডান হাত ও ডান পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নুতুন পাড়ায় আরেকটি হাতির আক্রমণে মো. শোয়েব (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান এসআই বিমল।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য