artk
সোমবার, জানুয়ারি ২১, ২০১৯ ১১:৪১   |  ৮,মাঘ ১৪২৫
বৃহস্পতিবার, আগষ্ট ৩০, ২০১৮ ৫:০৭

বিড়াল পোষা নিষিদ্ধ করা নিয়ে হই চই

media

পৃথিবীর সব দেশের মানুষই কমবেশি বিড়াল পুষে থাকেন। বিড়াল পোষার সবচেয়ে ইতিবাচক দিক হলো, বাড়িতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়। আর বিড়াল ক্ষতিকারক প্রাণী নয় বলে পৃথিবীর কোনো দেশেই এটা পোষা নিষিদ্ধ নয়।

তবে নিউজিল্যান্ডের একটি গ্রামে বিড়াল পোষা নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাব করা হয়েছে। আর তাতেই ক্ষেপেছেন ওই গ্রামের বাসিন্দারা।

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলের ওমাওই নামের ওই গ্রামটির বাসিন্দাদের প্রায় সবারই এক বা একাধিক পোষা বিড়াল রয়েছে। ফসল ও বাড়ি ঘরে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে, কেউ বা শখের বসে বিড়াল পোষেন। কিন্তু কর্তৃপক্ষ বলছে, বিড়ালের কারণে এলাকাটিতে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিড়াল পোষা নিষিদ্ধ করতে চান তারা। এ বিষয়ে নতুন একটি আইন করা হবে।

আইনটির প্রস্তাব করেছেন নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের (সাউথল্যান্ড) পরিবেশ দফতর। আইন অনুযায়ী সবার পোষা বিড়ালকে জন্মনিরোধক টিকা দেয়া হবে এবং কারো বিড়াল মারা গেলে নতুন করে সে আর বিড়াল সংগ্রহ করতে পারবে না।

কর্তৃপক্ষ বলছে, বিড়ালের কারণে প্রতিবছর এলাকাটিতে লাখ লাখ পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী মারা যায়। তারা বলছে, আমরা বিড়াল বিরোধী নই, কিন্তু পোষা বিড়াল বাড়ির বাইরে এসে কেন পশু-পাখির ক্ষতি করবে।

২০৫০ সাল নাগাদ নিউজিল্যান্ডকে প্রাণীদের জন্য নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার একটি পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে।

যদিও বাসিন্দাদের কেউ কেউ এই যুক্তি মানতে রাজি নন। নিকো জারভিস নামে এক বাসিন্দা বলেন, তিনটি পোষা বিড়ালের কারণে আমি ইদুরের উৎপাত থেকে রক্ষা পাই। বিড়াল তিনটি না থাকলে আমার বাড়ি ঘরে থাকা দায় হবে। তিনি কর্তৃপক্ষের এই পরিকল্পনাকে ‘পুলিশি রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি