artk
৩ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ১৭ নভেম্বর ২০১৮, ৭:২৮ অপরাহ্ন

শিরোনাম

খুলনায় মেঘনা তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২

খুলনা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২২২ ঘণ্টা, সোমবার ২০ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৭১৯ ঘণ্টা, সোমবার ২০ আগস্ট ২০১৮


খুলনায় মেঘনা তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২ - জাতীয়

খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। খুলনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে তেলের ডিপোতে আগুন লাগে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। দগ্ধ নয়জনকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত