artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ণ

শিরোনাম

কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে ঈদের ২ সিনেমা

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮০০ ঘণ্টা, সোমবার ২০ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩১ ঘণ্টা, সোমবার ২০ আগস্ট ২০১৮


কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে ঈদের ২ সিনেমা - বিনোদন
ফাইল ফটো

ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ও মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখ’ সিনেমা দুটি কর্তনবিহীন ছাড়পত্র পেয়েছে।

রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পায় ছবি দুটি। ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহের পর্দার জন্য প্রস্তুত ছবি দুটি।

গত সপ্তাহে প্রিভিউয়ের জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখ’। রোববার সন্ধ্যায় ছবি দুটির সেন্সর ছাড়পত্র প্রাপ্তি নিশ্চিত করেন বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘‘দুপুর থেকে ছবি দুটি পরপর দেখেছি। কোনো অংশে অসংগতি পাওয়া যায়নি।’’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। হার্টবিট প্রোডাকশনের ‘মনে রেখ’ ছবির নায়ক-নায়িকা মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত। দুটি ছবিই পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য