artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ১১:৫০ পূর্বাহ্ণ

শিরোনাম

আজান দিতে গিয়ে মসজিদেই মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯০৪ ঘণ্টা, রোববার ১৯ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২১৫২ ঘণ্টা, রোববার ১৯ আগস্ট ২০১৮


আজান দিতে গিয়ে মসজিদেই মুয়াজ্জিনের মৃত্যু - জাতীয়

বগুড়ার নন্দীগ্রামে মসজিদে আজান দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওমর ফারুক (২৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার ফজরের আজান দেয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা শনিবার মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। বাবার হয়ে ছেলে ওমর ফারুক রোববার আজান দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, রোববার মুয়াজ্জিনের ছেলে ওমর ফারুক মসজিদে ফজরের আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত