artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

শোকসভায় হাসি দিয়ে সমালোচিত অভিষেক

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৯ ঘণ্টা, শুক্রবার ১০ আগস্ট ২০১৮


শোকসভায় হাসি দিয়ে সমালোচিত অভিষেক - বিনোদন

বোনের শ্বশুরের শোকসভায় গিয়ে হাসিমুখে ছবি তুলে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

রোববার রাতে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর ব্যবসায়ী রঞ্জন নন্দা প্রয়াত হন। এ খবর পেয়ে বুলগেরিয়া থেকে শুটিং বাতিল করে তড়িঘড়ি ভারতে ফিরেন শ্বেতা ও অভিষেকের বাবা অমিতাভ বচ্চন।

এর পর মঙ্গলবার রঞ্জনের শোকসভায় বচ্চন পরিবারের সবাই উপস্থিত হন। এর মধ্যে ছিলেন অমিতাভ ও জয়া দম্পতি, অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি, শ্বেতা ও তার স্বামী নিখিল নন্দা। এ ছাড়া বলিউডের অনেক তারকাও উপস্থিত ছিলেন।

সেখানেই হাসতে দেখা যায় অভিষেককে। সামাজিকমাধ্যমে ওই হাসির ছবি ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিষেক।

কেউ লিখেছেন- ‘এটি কি কোনো পার্টি না শোকসভা?’ কারও মত- ‘দেখে তো মনে হচ্ছে হাইস্কুলের রিইউনিয়ন।’ এই ট্রলিংয়ের জবাবে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিষেক।

প্রয়াত রঞ্জন নন্দা ছিলেন রাজ কাপুরের জামাই। ঋষি কাপুরের বোন ঋতু নন্দার স্বামী। তার মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে প্রথমে জানান ঋষির মেয়ে ঋদ্ধিমা কাপুর সাইনি।

শোকসভায় কাপুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কিন্তু অভিষেকের মতো কাউকেই ট্রলড হতে হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য