artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

কোরবানি উপলক্ষে ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭১৮ ঘণ্টা, শুক্রবার ১০ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১২৯ ঘণ্টা, শনিবার ১১ আগস্ট ২০১৮


কোরবানি উপলক্ষে ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল - জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

গত ৫ আগস্ট ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করা হয়।

ডিএসসিসি’র ওই আদেশে বলা হয়েছে, “আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুরহাট ব্যবস্থাপনা, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের অনুষ্ঠান এবং কোরবানিজনিত পশুর বর্জ্য অপসারণের সব প্রস্তুতি গ্রহণ ও উক্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে অদ্য (৫ আগস্ট) হতে আগামী ২৫ আগস্ট ২০১৮ পর্যন্ত ডিএসসিসিতে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীর ছুটি বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

শুক্রবার ডিএসসিসি’র সচিব মো. শাহাবুদ্দিন খান বলেন, “এই সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা কোনও ছুটি নিতে পারবেন না। ঈদ ব্যবস্থাপনাকেন্দ্রিক অফিসের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কারও ডাক পড়তে পারে।”

কোরবানি ঈদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই এই আদেশ জারি করা হয়েছে বলেও জনান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত