artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৪:২২ পূর্বাহ্ণ

শিরোনাম

চট্টগ্রামে ৮৫ লাখ টাকার পণ্য চালান জব্দ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৫৪ ঘণ্টা, বৃহস্পতিবার ০৯ আগস্ট ২০১৮


চট্টগ্রামে ৮৫ লাখ টাকার পণ্য চালান জব্দ - অর্থনীতি

মিথ্যা ঘোষণায় আনা আনুমানিক ৮৫ লাখ টাকার একটি পণ্য চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক জেএমকে এন্টাপ্রাইজ চলতি বছরের ২৪ জুলাইয়ে ঘোষণায় আমদানিকৃত চালানটির খালাস স্থগিত করে। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত সি এন্ড এফ এজেন্ট ভান্ডারিয়া সি এন্ড এফ লিমিটেড। শুল্ক গোয়েন্দার নিকট তথ্য থাকায় পণ্য চালানটির পরীক্ষা করা হয়।

পরীক্ষায় ঘোষিত বল বেয়ারিং ৩৬২৫ কেজির স্থলে ৯৫১৯ কেজি ঘোষণাতিরিক্ত পণ্য পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ৬১ লাখ টাকা। মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ২৪ লাখ (অর্থদন্ড ও জরিমানা ব্যতিরেকে)। শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।

পণ্য চালানটি ঘোষণাতিরিক্ত হওয়ায় প্রযোজ্য শুল্ককরাদি আরোপিত হবে। ন্যায় নির্ণয়সহ শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি অদ্য কমিশনার কাস্টম হাউস চট্টগ্রাম বরাবর পাঠানো হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য