artk
৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ১৯ আগস্ট ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ণ

শিরোনাম

হাসনাত করিম কারামুক্ত

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪০ ঘণ্টা, বৃহস্পতিবার ০৯ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৮৫৫ ঘণ্টা, বৃহস্পতিবার ০৯ আগস্ট ২০১৮


হাসনাত করিম কারামুক্ত - জাতীয়

অবশেষে মুক্তি পেলেন রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলায় আটক হাসনাত করিম। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেলে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান।

পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগরের (হাই সিকিউরিটি সেল) সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, হাসনাত করিমকে হলি আর্টিজান মামলায় অব্যাহতি দিয়ে আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি যাচাই-বাছাই করে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে পুলিশি তদন্তে অপরাধের সঙ্গে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাতের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য