artk
১ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ২:১৪ অপরাহ্ন

শিরোনাম

অলির কথায় শানের বর্ষাবন্দনা ইউটিউবে

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২২ ঘণ্টা, বুধবার ০৮ আগস্ট ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০২৬ ঘণ্টা, বুধবার ০৮ আগস্ট ২০১৮


অলির কথায় শানের বর্ষাবন্দনা ইউটিউবে - বিনোদন

ইউটিউবে মুক্তি পেয়েছে অন্যরকম বর্ষার গান ‘বর্ষাবন্দনা’। গানটি গেয়েছেন কন্যারেখ্যাত সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর শান। ‌ গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি।

অভিজিৎ জিতুর সংগীত পরিচালনায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই আর শব্দ মিশ্রণ করেছেন রেজওয়ান সাজ্জাদ।

সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া।

রোমান্টিক মেলোডিধর্মী গানটির কাহিনীনির্ভর ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল দীপ, ইভানা ও পুতুল।

চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন ষাইফ ঋাষেল। গানটি এরই নেভেন টিউনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সাড়া জাগিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য