artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ২:২১ অপরাহ্ন

শিরোনাম

ইউনাইটেড পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৪৬ ঘণ্টা, বুধবার ০৮ আগস্ট ২০১৮


ইউনাইটেড পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা - অর্থনীতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

বুধবার কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

২০১৭-২০১৮ সমাপ্ত হিসাব অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ দশমিক ৫১ টাকা। এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮০ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য