artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৪:২১ পূর্বাহ্ণ

শিরোনাম

ঈদ-উল আজহায় ব্যাঙ

লাইফস্টাইল ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৫৮ ঘণ্টা, বুধবার ০৮ আগস্ট ২০১৮


ঈদ-উল আজহায় ব্যাঙ - লাইফস্টাইল

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আজহাকে সামনে রেখে ফ্যাশন হাউস ‘ব্যাঙ’ আয়োজন করেছে রুচিশীল ও উৎসবনির্ভর পোশাকের।

‘ব্যাঙ’ নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক।

ঋতু বৈচিত্র্যতায় এখন বর্ষা বিদায়ের পথে। বর্ষার এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। হট লাইন: ০১৯৭৭১১২২৬৪।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য