artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৩:২৪ পূর্বাহ্ণ

শিরোনাম

ফের সঞ্জয়কে নিয়ে নতুন বায়োপিক ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২৪৭ ঘণ্টা, শনিবার ২১ জুলাই ২০১৮


ফের সঞ্জয়কে নিয়ে নতুন বায়োপিক ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’ - বিনোদন

রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সুপারহিট হয়। তবে এই ছবি নিয়েও বেশ কিছু সমালোচনা হয়েছে। অনেকের মতে, সঞ্জয় দত্তের জীবনের অনেক অংশ এই ছবিতে দেখানো হয়নি। এমনকি এ ছবিতে সঞ্জুকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শোনা যাচ্ছে, ঠিক এই কারণেই নাকি ‘সঞ্জু’ দেখে একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

মুম্বই মিররকে সম্প্রতি রামগোপাল বলেন, “হ্যাঁ, আমি এই ছবিটা তৈরি করছি।” কী ভাবে সঞ্জয়ের কাছে আগ্নেয়াস্ত্র এলো, তা নাকি নিজের ছবিতে আরও স্পষ্ট করে দেখাতে চান রামগোপাল।”

সূত্রের খবর, এই নতুন ছবিতে সামনে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতোমধ্যেই ছবিটি নিয়ে রিসার্চ শুরু করেছেন রামগোপাল। তবে সঞ্জয় দত্তের ভূমিকায় কোন অভিনেতা থাকবেন তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি পরিচালক।

এদিকে ইতিমধ্যেই গোটা বিশ্বে ৫০০ কোটি আয় করে ফেলেছে ‘সঞ্জু’৷ ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ ট্যুইট করে ‘সঞ্জু’র কালেকশন সকলের সামনে এনেছেন৷ প্রথমদিন থেকেই ছক্কা মারছে এই ফিল্ম৷ পাশাপাশি রণবীরের ক্যারিয়ারে এই মুভি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ছবির ইউএসপি রণবীরের নানান লুক নয়, তাঁর গলার স্বর, হাবভাব, চালচলন।

শুরু থেকেই সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। প্রথমত, সঞ্জু বাবার কন্ট্রোভার্শিয়াল লাইফ তার ওপর রণবীর কাপুরের মতো অভিনেতা সঞ্জয়ের চরিত্রে৷ সঙ্গে হেভিওয়েট কাস্টিং৷ সব মিলে মিশে দর্শকের কাছে হিরানির কাছে এই ছবি ছিল বেশ ইন্টারেস্টিং প্রজেক্ট। তাই রাম গোপালের সঞ্জু কেমন হবে! তাই নিয়েও শুরু হয়ে গেছে জল্পনা। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য