artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

প্রেমিকের সঙ্গে লন্ডনেই থাকছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৩৪ ঘণ্টা, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮


প্রেমিকের সঙ্গে লন্ডনেই থাকছেন প্রিয়াঙ্কা - বিনোদন

লন্ডনেই জন্মদিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩৫ থেকে যখন ৩৬ বছরে পা দিলেন পিগি, সেই সময় তার সঙ্গী হলেন নিক জোনাস। ফলে ‘লেডিলাভ’-কে নিয়ে লন্ডনেই এখন সময় কাটাচ্ছেন মার্কিন রকস্টার।

লন্ডনের রাস্তায় যখন সাদা পোশাক পরে নিকের সঙ্গে বেরোলেন প্রিয়াঙ্কা চোপড়া, সেই সময় ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। আর নিক, প্রিয়াঙ্কার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

যদিও, নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া গাঁটছড়া বাঁধবেন কি না, সে বিষয়েও স্পষ্ট করেই কেউ কিছু জানা যায়নি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও বিষয়টি নিয়ে বেশ হেয়ালিই করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মধু চোপড়া বলেন, নিক, প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে তারা যদি সদর্থক কিছু ভেবে থাকেন, তাহলে ভাবুন। আর যদি ভাবতে না চান, তাহলে চুপ থাকতে পারেন বলেও মন্তব্য করেন মধু চোপড়া।

শোনা যাচ্ছে, নিকের সঙ্গে জন্মদিন কাটিয়ে মুম্বইতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। তার হাতে এই মুহূর্তে ২টি সিনেমা রয়েছে। সালমান খানের সঙ্গে ‘ভরত’ ছবিতে যেমন স্ক্রিন শেয়ার করবেন পিগি, তেমনি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফারহান আখতারের সঙ্গে। তবে ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ ছবির শুটিং কবে থেকে শুরু হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

তবে ‘মুঝসে শাদি কারোগি’ ছবির এত বছর পর ফের সালমান খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন শুনে, তাদের ভক্তরা বেশ উচ্ছ্বসিত। সালমান এবং প্রিয়াঙ্কার পাশাপাশি পরিচালক আলি আব্বাস জাফরের ওই সিনেমায় রয়েছেন দিশা পাটানিও। ‘ভরত’ ছবিতে ক্যাটরিনা কাইফেরও অভিনয় করার কথা ছিল, শেষ মুহূর্তে তাকে এই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য