artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ২:২৮ অপরাহ্ন

শিরোনাম

আলিয়াকে বউ করতে মরিয়া রণবীরের মা!

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১১৮ ঘণ্টা, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮


আলিয়াকে বউ করতে মরিয়া রণবীরের মা! - বিনোদন

ক্যাটরিনা কাইফকে নাকি পছন্দ করতেন না নিতু কাপুর। ক্যাটরিনা কাইফের জন্য রণবীর কাপুর বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে বসবাস শুরু করায় তা তিনি পছন্দ করেননি। সংবাদমাধ্যমের পাতায় বার বার উঠে আসে ওই খবর। এমনকী, ক্যাটরিনা কাইফ সম্পর্কে কখনও কোনও মন্তব্য করতেও দেখা যায়নি নিতু কাপুরকে। সেই কারণে ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের জেরে ‘কাপুর খানদান’ যে বেশ খুশি, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

ছেলের বান্ধবী (বর্তমানে প্রাক্তন) ক্যাটরিনা কাইফকে পছন্দ না করলেও, আলিয়া ভাটকে নিয়ে কিন্তু বেশ খুশি নিতু কাপুর। রণবীর কিংবা আলিয়া, দু’জনই এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও, ছেলের বউ হিসেবে আলিয়াকে বেশ পছন্দ নিতুর। সেই কারণেই আলিয়া ভাটকে নিয়মিত সোশ্যাল সাইটে অনুসরণ করেন রণবীরের মা। সে ইনস্টাগ্রাম হোক কিংবা টুইটার।

আলিয়ার ছবিতে নিতু কাপুর যেমন ভালবাসায় ভরিয়ে দেন, তেমনি আলিয়াও কিন্তু পাল্টা জবাব দেন নিতুর স্ট্যাটাসের। সে আলিয়া ভাট তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ছবি দিন, কিংবা নিতু কাপুরের জন্মদিন। ইনস্টাগ্রামের প্রায় সব জায়গাতেই আলিয়া ভাট এবং নিতু কাপুরকে কথা বলতে দেখা যায়। প্রসঙ্গত, শুধু নিতু কাপুরই নন, আলিয়াকে বেশ পছন্দ করেন রণবীরের দিদি রিদ্ধিমা কাপুরও। সম্প্রতি আলিয়াকে একটি ব্রেসলেটও পাঠান তিনি। রিদ্ধিমার কাছ থেকে উপহার পেয়ে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেন আলিয়া।

অন্যদিকে শুধু আলিয়া নন, মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের সঙ্গেও নিতু কাপুরের সম্পর্ক বেশ ভাল। সেই কারণেই সোনি রাজদানের যে কোনও স্ট্যাটাসে কমেন্ট করতে দেখা যায় রণবীর কাপুরের মা নিতু কাপুরকে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য