artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪৮ ঘণ্টা, বুধবার ১৮ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩০৬ ঘণ্টা, বুধবার ১৮ জুলাই ২০১৮


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বেবী নাজনীন - বিনোদন

‘কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মরার কোকিলে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীন দুই দিন ধরে জ্বরে ভুগছেন। তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে বেবী নাজনীনকে হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় কণ্ঠশিল্পীর ছোট ভাই এনাম সরকার বলেন, ‘‘গত দু’দিন ধরে বেবী আপার জ্বর। জ্বর কখনো বাড়ছে, কখনো কমছে। জ্বর সারছে না। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

বেবী নাজনিনের ৫০টির বেশি একক অ্যালবাম ও ৩৫০টি মিশ্র অ্যালবাম রয়েছে। চলচ্চিত্রে সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন তিনি।

এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলুর মতো অনেক প্রথিতযশা শিল্পীর সঙ্গে গান করেছেন বেবী। পাশাপাশি এই প্রজন্মের অনেক শিল্পীর সঙ্গেও গেয়েছেন তিনি

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য