artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৪:২২ পূর্বাহ্ণ

শিরোনাম

২৪ পদে ১১৬৬ জন নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৪৪ ঘণ্টা, সোমবার ১৬ জুলাই ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২২১১ ঘণ্টা, সোমবার ১৬ জুলাই ২০১৮


২৪ পদে ১১৬৬ জন নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর - জাতীয়


২৪টি পদে ১ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, উপখাদ্য পরিদর্শক পদে ২৫০, সহকারী উপখাদ্য পরিদর্শক ২৭৪, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ৮, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৩) ১৫, উচ্চমান সহকারী ৩১, অডিটর ১৬, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার ৬, ল্যাবরেটরি টেকনিশিয়ান ২, ফোরম্যান ১, মেকানিক্যাল ফোরম্যান ২, অপারেটর ২০, ইলেকট্রিশিয়ান ৯, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান ১, সহকারী ফোরম্যান ৩, মিলরাইট ৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪০২, ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ৬, ল্যাবরেটরি সহকারী ৮, সহকারী অপারেটর ১১, স্টেভেডর সরদার ৬, ভেহিক্যাল মেকানিক ৪, সহকারী মিলরাইট ৫, সাইলো অপারেটিভ ৫৬, স্প্রেম্যান পদে ২৭ জনসহ মোট ১ হাজার ১৬৬ জন লোক নেয়া হবে।

বিভিন্ন পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন শর্ত আছে। অনলাইনে এসব পদের আবেদনের বিস্তারিত জানা যাবে খাদ্য অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিস্তারিত তথ্য http://dgfood.gov.bd—এই ওয়েবসাইটে পাওযা যাবে।

আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে http://dsfood.teletatk.com.bd/ এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র নেয়া শুরু হবে। ১৪ আগস্ট বিকেল পাঁচটায় শেষ হবে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত